images

জাতীয়

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে।

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, সবাই ন্যায়বিচার পাবেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।

এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এর কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত।

গত তিন দিনে ইসিতে ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

এমএইচএইচ/এমআর