images

জাতীয়

মোহাম্মদপুরে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২৬, ০১:০৩ এএম

‎রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে মাদক, নগদ অর্থ, বিদেশি মুদ্রা ও ছিনতাই করা স্মার্টফোন উদ্ধার করা হয়।

‎রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতাররা হলেন- মো. আলামিন, মো. মনির হোসেন ও জয়।

‎আইনশৃঙ্খলাবাহিনীর সূত্রে জানা যায়, চাঁদ উদ্যান এলাকায় একটি চক্র তালিকাভুক্ত ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত স্মার্টফোন কিনে অবৈধভাবে বিক্রি করে। এমন গোয়েন্দা তথ্যে ভিক্তিতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের কাছ থেকে ১১টি স্মার্টফোন, ৬০ হাজার ৪৩০ টাকা, ১০ মার্কিন ডলার, বিভিন্ন দেশের ২০ রকম বিদেশি মুদ্রা, ৫৫০ গ্রাম গাঁজা ও ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের কাছে গ্রেফতারকৃত বিভিন্ন ছিনতাইকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে তারা একটি সংঘবদ্ধ চক্রের কাছে ছিনতাই করা মোবাইলগুলো কম দামে বিক্রি করে। আজ আমাদের অভিযানে এই চক্রেরই তিনজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎তিনি আরও বলেন, রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

‎একেএস/এএস