জাতীয়
রোববার দিনভর যা যা ঘটল
ঢাকা মেইল ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ১২:৩২ এএম
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বাহিনী ধরে নিয়ে যাওয়ার পরে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তার সরকারের সমর্থকরা।
- বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত গুম সংক্রান্ত কমিশন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল।
- ঢাকার গুলশানের নদ্দা এলাকায় একজন নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢালার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
- আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করে সারাদেশের ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে ৬৪টি জেলার রিটার্নিং কর্মকর্তারা।
- ভোক্তা পর্যায়ে আরও এক দফায় বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
- রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার এলাকা।
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়া পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটি চালানোর কথা বললেও এখন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাতে রয়েছে মাদুরোর অনুগত ও ঘনিষ্ঠজনেরা।
- নিকোলাস মাদুরোর পতন নিয়ে যুক্তরাজ্য ‘চোখের জল ফেলবে না’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
- নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ‘জোরপূর্বক আটক’ করে এনেছে, তাতে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে বলে মন্তব্য করেছে চীন।
- মার্কিন হামলার পর দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক।
/এএস