নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘কেউ সংক্ষুদ্ধ হলে তিনি আইনের আশ্রয় নেবেন। গায়ের জোরে কিছু হবে না।’
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃংখলা রক্ষাকারী সেলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, ‘ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের যেন কেউ ব্যবহার না করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এজন্য ভোটের আগে ও পরবর্তী কয়েকদিন উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোকে সিল করে রাখতে হবে।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ নির্বাচন ভালো করতে না পারলে তার পরিণতি সকলকে ভোগ করতে হবে বলেও আইনশৃংখলা বাহিনীকে সতর্ক করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে জানিয়ে সানাউল্লাহ বলেন, ‘এ অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও নির্বাচনি আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় থাকলে সেটিকে এড্রেস করা।’
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলায় নিয়োজিত বিভিন্ন আইনশৃংখলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এএইচ