images

জাতীয়

‎রাজধানীতে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

রাজধানীর দক্ষিণখান এলাকায় একটি বাসা থেকে এক নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, ওই নারী সদস্য আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

‎শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

‎নিহত পুলিশ সদস্য হলেন- নায়েক রাজিয়া সুলতানা (২৮)। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাজিয়া সুলতানার স্বামী একজন পুলিশ সদস্য। তিনি ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। নিহত রাজিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার নয়াবাড়ি গ্রামে, তার বাবার নাম মো. নাসির উদ্দিন বাচ্চু।

‎এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

‎নিহত রাজিয়ার স্বামী রাজীব মিয়ার বন্ধু শামীম আল মাহীন জানান, পুলিশে চাকরি পাওয়ার পর প্রশিক্ষণ চলাকালে রাজীবের সঙ্গে রাজিয়ার পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক থেকে গত পাঁচ বছর আগে বিয়ে করেন তারা। তাদের ১৯ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। বৃহস্পতিবার রাতে রাজিয়া গলায় ফাঁস দিয়েছেন বলে জানতে পারেন শামীম। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পান।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানেন না বলেও দাবি করেন তিনি।

‎এ বিষয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ আহমেদ জানান, নায়েক রাজিয়ার স্বামী রাজীব মিয়াও পুলিশ সদস্য। আমরা জানতে পেরেছি, বৃহস্পতিবার রাজিয়া তার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স মোবাইল ফোন ভেঙে ফেলে। এর আগেও ভিভো কোম্পানির একটি মোবাইলও তিনি ভেঙে ফেলেছিলেন। বিষয়টি নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে রাগারাগি হয়। এরই জেরে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটের পর যেকোনো সময় গলায় ফাঁস দেন রাজিয়া। কিছুক্ষণ পর বিষয়টি দেখতে পেয়ে রাজীব তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাজিয়াকে মৃত ঘোষণা করেন।

‎একেএস/এফএ