নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম
সদ্যপ্রয়াত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনায় তার কবরের পাশে জুমার নামাজ শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ আদায়ের পরপরই মাজারসংলগ্ন এলাকায় আলেম ও ওলামাদের নেতৃত্বে এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি, জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরকালীন মুক্তি কামনা করা হয়। পাশাপাশি তার শোকাহত পরিবার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের জন্য ধৈর্য ও মনোবল প্রার্থনা করা হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। জুমার নামাজ শেষে সবাই নীরবে কবরের দিকে মুখ করে হাত তুলে দোয়ায় শামিল হন। অনেককে আবেগাপ্লুত অবস্থায় চোখের পানি মুছতে দেখা যায়।
দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক ও সংগ্রামের অনুপ্রেরণা। জীবনের অধিকাংশ সময় তিনি দেশের মানুষের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় কাজ করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও নেতৃত্ব আমাদের পথ দেখাবে। তার রুহের মাগফিরাত কামনায় এখানে একত্র হয়েছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দেন। আমরা বিশ্বাস করি, তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে দলীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর থেকেই তার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জিয়া উদ্যানে আসছেন। প্রতিদিনই তার আত্মার শান্তি কামনায় কোরআন তেলাওয়াত, খতম ও দোয়ার আয়োজন করা হচ্ছে।
এএইচ/এফএ