images

জাতীয়

বাদ জুমা বিক্ষোভ মিছিলের ডাক ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাদ জুমা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (০২ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে দেওয়া এক ব্যানারে বলা হয়- ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বাদ জুমা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হবে।

এর আগে, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ফেসবুক পেজের এক পোস্টে শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং তার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী আজ শুক্রবার (০২ জানুয়ারি) বাদ জুমা দোয়া–মোনাজাত ও আধিপত্যবাদবিরোধী খুতবা প্রদানের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায়। 

সে সময় গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

এই ঘটনায় এখন পর্যন্ত দেশে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এর মধ্যে অনেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ২৮ ডিসেম্বর ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ দিনের মধ্যে দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডিএমপি জানিয়েছে, ভারতে পালিয়ে থাকা মূল খুনিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

/এএস