images

জাতীয়

৯৯৯-এ ফোন পেয়ে চুরি হওয়া মিনিট্রাক উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

‎মিনিট্রাক চুরি হওয়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানানোর ১২ ঘণ্টার মধ্যে মিনিট্রাক উদ্ধার করা হয়েছে। এ সময় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় গাজীপুর জয়দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

‎গ্রেফতাররা হলেন- মো. জুবায়ের হোসেন (১৮) ও মো. রাজীব (২২)।

‎ বিষয়টি নিশ্চিত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে একজন নারী কলার গাজীপুরের জয়দেবপুর থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার ঢাকা মেট্রো-ন-১২-২৮৪২ নম্বরের একটি মিনিট্রাক চুরি করে নিয়ে গেছে। গাড়িতে সংযুক্ত ‘জিপিএস ট্র্যাকারে’ তিনি দেখতে পারছিলেন গাড়িটি গাজীপুরের শফিপুর এলাকায় চলমান রয়েছে। মিনিট্রাকটি তিনি ব্যাংক লোনে কিনেছেন, ব্যাংকের মাসিক ঋণকিস্তি শোধ করে বাকি টাকা দিয়ে তিনি সংসার খরচ চালান।

‎আনোয়ার সাত্তার জানান,তাৎক্ষণিকভাবে বিষয়টি গাজীপুর জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দ্রুত উদ্ধারের জন্য জানানো হয়। ৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে জয়দেবপুর থানা পুলিশের একটি টহলদল ভোর সাড়ে ৬টায় শফিপুর ফ্লাইওভারের ওপর ব্যারিকেড দিয়ে মিনিট্রাকটি উদ্ধার করে এবং মিনিট্রাক থেকে দুজন চোরকে গ্রেফতার করে।

‎মিনিট্রাকটি উদ্ধারের পর গ্রেফতার করা চোর চক্রের দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎একেএস/ক.ম