images

জাতীয়

মেট্রোরেল স্টেশন, বাসাবাড়ির ছাদ থেকেও জানাজায় অংশ নিয়েছে মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার জন্য নির্ধারিত জায়গায় ছিল না তিল পরিমাণ জায়গা। ফলে যে যেখানে পারছেন, জায়গা পেয়েছেন সেখান থেকেই অংশ নিয়েছেন ঐতিহাসিক এই জানাজায়। মেট্রোরেল স্টেশন, আশেপাশের বাসা-বাড়ির ছাদ থেকেও জানাজায় অংশ নিতে দেখা যায়।

বুধবার (৩১ ডিসেম্বর) তিনটার দিকে অনুষ্ঠিত জানাজায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমামতি করেছেন।

জানাজার জন্য যখন মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, আগারগাঁও, পুরাতন বাণিজ্য মেলার মাঠ, আসাদগেট, আড়ং মোড়সহ আশেপাশের এলাকা জনস্রোত, তখন এসব এলাকার ভবনগুলোর ছাদে জানাজার নামাজ আদায় করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভেনিউ ছাড়িয়ে আশপাশের সব সড়ক, অলিগলি থেকে অজস্র মানুষ জানাজায় অংশ নেয়। আশেপাশের বাসা-বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা বাসিন্দারা জানাজার সময় জানাজার নামাজ আদায় করেন এবং খালেদা জিয়ার জন্য দোয়া করেন।

জানাজার আগে সংসদ ভবনের পূর্ব পাশে থাকা একটি ভবনের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি জানান, বাসার অনেকেই সকাল থেকে ছাদে অবস্থান নেয়। বাসার অনেকের আত্মীয় এসে উঠেছেন এখানে। তারা সবাই ছাদ থেকে জানাজা নামাজ আদায় করবেন।

জানাজার আগে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান প্রয়াতের জন্য সবার কাছে দোয়া চান।

জানাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাম পাশে দাঁড়ান তারেক রহমান, তারপরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং তারপরে দাঁড়ান নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার।

আর সরকারপ্রধানের ডান পাশে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, এরপরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং তারপরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

প্রধান উপদেষ্টার পাশাপাশি তার সরকারের উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান, ফাওজুল কবির খান, আ ফ ম খালিদ হোসেন, আলী ইমাম মজুমদার, সি আর আবরার, এম সাখাওয়াত হোসেন প্রমুখ।

বিইউ/এআর