নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বালা নন্দাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদুল ইসলাম।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফর খালেদা জিয়ার প্রতি নেপালের গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে নেপাল–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানানোর প্রতিফলন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন পর্ব সম্পন্ন হওয়ার পর নেপালের পররাষ্ট্রমন্ত্রী আগামী ১ জানুয়ারি কাঠমান্ডু ফিরে যাবেন।
এম/এএইচ