নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতে অংশ নিতে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। শেষবারের মতো প্রিয় নেত্রীকে এক নজর দেখতে সকাল থেকেই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেছে।
বিএনপি চেয়ারপারসনের এই জানাজাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ট্রাফিক পুলিশ। কোথাও যাতে অযাচিত যানজট সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে— সে লক্ষ্যেই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন, কাকরাইল, শাহবাগ, শান্তিনগর ও ফার্মগেট এলাকায় যান চলাচল মোটামুটি স্বাভাবিক দেখা গেছে। তবে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম থাকায় অনেক যাত্রী হেঁটে বা বিকল্প বাহনে গন্তব্যে যাচ্ছেন। কেউ কেউ বাইক রাইড শেয়ার করছেন, আবার অনেকেই সিএনজি অটোরিকশা শেয়ারিং করে চলাচল করছেন।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, খালেদা জিয়ার জানাজাকে ঘিরে রাজধানীতে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করেছি।

নারায়ণগঞ্জ থেকে আসা গণপরিবহন যাত্রী শরিফ ঢাকা মেইলকে বলেন, ‘বাস কম থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে রাস্তা ফাঁকা থাকায় হেঁটে এলেও খুব কষ্ট হচ্ছে না।’
একজন মোটরসাইকেল আরোহী জানান, ‘আজ মানুষজন বেশি, তাই আমরা কয়েকজন মিলে বাইক শেয়ার করে চলাচল করছি।’
সংশ্লিষ্টরা মনে করছেন, জানাজার সময় ঘনিয়ে এলে মানুষের চাপ আরও বাড়তে পারে। সে কারণে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে এবং অহেতুক সড়কে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
এমআর/এএইচ