জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম
রাজধানীর বসুন্ধরা এলাকায় ‘ঢালি ফুড কর্নার’ নামে একটি রেস্তোরাঁয় গ্যাসের চুলা মেরামতের সময় লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়। তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল ইসলাম।
ওসি জানান, এভারকেয়ার হাসপাতাল থেকে প্রায় ২০০ গজ দূরে একটি রেস্তোরাঁয় গ্যাসের চুলার লাইন ঠিক করা হচ্ছিল। ঠিক ওই সময় লাইন লিজেক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন। তবে সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।
আহতদের উদ্ধার করে ওই সময় নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পুলিশ তাদের কারও নাম পরিচয় জানাতে পারেনি।
এমআইকে/ক.ম