images

জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে ৩৮তম বিসিএস পুলিশ ব্যাচের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

‎বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিএস ৩৮-এর পুলিশ সার্ভিস ফোরাম।

‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক প্রকাশ করা হয়।

‎৩৮তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিএমপির সহকারী কমিশনার (এসি) ফোর্স সাকিবুল আলম ভূইয়া এবং সাধারণ সম্পাদক ও সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদপুর পেট্রোল তারিক লতিফ স্বাক্ষরিত এক শোক বার্তা গণমাধ্যমে পাঠানো হয়।

‎এতে বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের সকল সদস্য গভীরভাবে শোকাহত।

‎শোকবার্তায় ৩৮তম বিসিএস পুলিশ সার্ভিস ফোরামের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

‎শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

‎একেএস/এআর