নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিন ব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার। শোক পালনকালীন সময়ে রাজধানীতে সব ধরনের আতশবাজি ও র্যালি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর (বুধবার) থেকে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
এ উপলক্ষে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং–III/৭৬) এর ধারা ২৮ ও ২৯ অনুযায়ী মহানগর এলাকায় কিছু বিশেষ নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, শোক পালনকালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। এছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করার মতো কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে হবে।
একই সঙ্গে জানানো হয়েছে, আগামীকাল বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। দাফনের সময় সমাধিস্থলে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
একেএস/এআর