images

জাতীয়

গুলশানে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

রাজধানীর গুলশান এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৮৭ বোতল বিদেশি মদ।

গ্রেফতারকৃতরা হলেন— মোহাম্মদ মাসুদ (৪৮), আব্দুল কাদের সিদ্দিকী (৩৮) এবং রঞ্জিত বালা (৪৭)।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি জোনাল টিম গুলশান থানাধীন গুলশান-২ এলাকার ‘র’ ক্যানভাস (RAW CANVAS) রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রেস্টুরেন্টের ভেতর থেকে অবৈধভাবে সংরক্ষিত ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। 

এমআইকে/এআর