নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের দায়িত্বশীল এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- আসলাম, নাদিম, ইমতিয়াজ, সুমন ও পলাশ।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা পাঁচজনকে গ্রেফতার করা হয়।এ সময় একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), পিস্তলের একটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি, ১০টি পেট্রোল বোমা ও দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে বাকি জড়িতদের গ্রেফতারে আরও অভিযান পরিচালনা করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের থেকে উদ্ধার করা অস্ত্র ও মাদকসহ তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
একেএস/এআর