নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
রাজধানীর পল্লবী এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও মাদকসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এ সময় একটি বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে র্যাব-৪ এর মিডিয়া অফিসার কে. এন. রায় নিয়তি এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- সজিব ইসলাম ওরফে ভাগিনা সজিব (২২), মো. শাকিল (৪০), আবিদ হাসান (২২) ও মো. আকাশ (২৩)।
কেএন রায় নিয়তি জানান, সোমবার (২৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল জানতে পারে, পল্লবী থানাধীন মোড়াপাড়া ক্যাম্প এলাকায় একটি বাসার ভেতরে ৭-৮ জনের একটি ডাকাত দল ডাকাতির পূর্ব প্রস্তুতি নিচ্ছে।
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দিকবিদিক পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ৪টি দেশীয় অস্ত্র ও ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
র্যাব-৪ এর মিডিয়া অফিসার আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
একেএস/এআর