নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বিএইউএস) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজির (নিকডু) যৌথ উদ্যোগে লাইভ অপারেটিভ ওয়ার্কশপ অন অ্যাডভান্স ইউরোলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) নিকডুর মাল্টিপারপাস হলে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির মেডিকেল স্কুলের পরিচালক, নিউ জার্সি বাংলাদেশি বংশোদ্ভূত বিখ্যাত রোবটিক ও ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. মোতাহার আহমেদ। এসময় কর্মশালায় বাংলাদেশের প্রখ্যাত ইউরোলজিষ্টরা ফ্যাকাল্টি হিসাবে সরাসরি অপারেশনে অংশগ্রহণ করেন ।
এই কর্মশালায় কিডনি, প্রোস্টেট গ্রন্থি ও মূত্রথলির টিউমারের অত্যাধুনিক ল্যাপারোস্কোপি সার্জারী এনআইকেডিইউর ওটি থেকে সরাসরি মাল্টিপারপাস হলের ডিসপ্লেতে অধ্যাপক ডা. এসএ খান, অধ্যাপক ডা. সৈয়দ আলফাসানী, অধ্যাপক ডা. মো. ফজল নাসের ও অধ্যাপক ডা. মো. মশিউর আরেফিন রুবেলের তত্ত্বাবধানে ইউরোলজিস্টদের সমন্বয়ে অপারেশন অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়। সেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশের ইউরোলজিষ্ট বিশেষজ্ঞ ও এমএস ও এফসিপিএস চূড়ান্ত পর্বের ছাত্র-ছাত্রীরা।
কর্মশালাটি মোট ৪ টি সেশনে ভাগ করা হয়, যেখানে প্রতিটি সেশনে বিএইউএসর জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্যবৃন্দ, চেয়ারপার্সন ও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত ও পরিচিতি বক্তব্য দেন বিএইউএসর আহ্বায়ক ও বিএমইউ ইউরোলজি অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বিএইউএসর সদস্য সচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নিকডুর সহযোগী অধ্যাপক ডা. শাহরিয়ার কবির পল্লব ও সহকারী অধ্যাপক ডা. সানাউল্লাহ সানু।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত প্রায় দুইশতাধিক নবীন, প্রবীণ ইউরোলজি বিশেষজ্ঞরা, এমএস ও এফসিপিএস ইউরোলজিতে চূড়ান্ত পর্বে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, কিডনি প্রোস্টেট গ্রন্থি ও মূত্রথলির টিউমারের অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারির বিভিন্ন আধুনিক টেকনিক সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।
এসময় অধ্যাপক ডা. এম এ সালাম, অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম, মেজর জেনারেল (অধ্যাপক) ডা. এইচ আর হারুন (অব.), মেজর জেনারেল (অধ্যাপক) ডা. মো. শহীদুল ইসলাম (অব.) জিপিএল, অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ডা. এটিএম মওলাদাদ চৌধুরী ও অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম (সেলিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচ/এআর