নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মহান মুক্তিযুদ্ধভিত্তিক তিন দিনব্যাপী পোস্টার প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রদর্শনীর উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের দেশের জন্মের মাস। এই মাসে আমরা স্বাধীনতার মানচিত্র পেয়েছি, যার ওপর দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ভাবতে পারি।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস নানা সময়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত হয়েছে। তবে মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক ও সামরিক সংগ্রামের প্রকৃত চিত্র বোঝার জন্য তখনকার দেয়ালজুড়ে থাকা পোস্টারগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। আমাদের নগর ভবনে যারা আসবেন, তারা ঐতিহাসিক এই পোস্টারগুলো দেখতে পারবেন। ঠিক যেমন জুলাই মাসে দেয়াল লিখন ও পোস্টার ফ্যাসিস্ট রেজিমকে ভাঙতে সাহস যুগিয়েছে, মুক্তিযুদ্ধকালে এই পোস্টারগুলো মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে উদ্দীপনা যুগিয়েছিল।’

প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পোস্টার প্রদর্শিত হচ্ছে, যা সেই সময়ের সংগ্রাম, চেতনা ও প্রেরণাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা।
এএইচ/এফএ