images

জাতীয়

হাজারীবাগে মুফতি রাহমানি হাঁটাহাঁটির সময় বিকট শব্দ, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

রাজধানীর হাজারীবাগের বারৈখালী এলাকায় একটি ভবনের সামনে মুফতি জসিম উদ্দিন রাহমানি হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তার পাশেই বিস্ফোরণের মতো বিকট শব্দ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের মতো ওই বিকট শব্দ নিয়ে পুলিশ জানিয়েছে, এটি শক্তিশালী পটকা ফাটার ঘটনা ছিল।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বারৈখালী ১৪ নম্বর গলির মুখে এ ঘটনা ঘটে।

পুলিশের একটি সূত্র বলছে, জসিম উদ্দিন রাহমানি সকাল ১১টা ৩৮ মিনিটে ৯৯৯ নম্বরে ফোন করে বিস্ফোরণের মতো ঘটনার কথা জানান। এরপর ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

এ বিষয়ে মুফতি জসিম উদ্দিন রাহমানি জানান, হাজারীবাগ বারৈখালী এলাকায় আমাদের একটি ফাউন্ডেশনের ভবনের কাজ চলছিল। আমি সেখানে প্রায় যাতায়াত করি এবং আমার আত্মীয়স্বজনও সেখানে থাকে। সাড়ে ১১টার দিকে ওই নির্মাণাধীন ভবনে ঢোকার সময় পাঁচ থেকে সাত হাত দূরে একটি বিকট শব্দের ঘটনা ঘটে। এরপর আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানাই।

এ ঘটনায় হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. দেলোয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে যা জানতে পারলাম, কে বা কারা পটকা জাতীয় কিছু ফাটিয়েছে। তবে এর শব্দ ছিল অনেক বিকট। আমরা তদন্ত করছি, এর পেছনে অন্য কোনো বিষয় আছে কি না। তবে এ ঘটনায় মুফতি জসিম উদ্দিন রাহমানি আহত হননি।

একেএস/এআর