নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীরা মানববন্ধন করার সময় তাদের ওপর হামলা চালানো হয়েছে। পরে ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার পর কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের দাবি, পুলিশের সামনে মানববন্ধন করার সময় তাদের ওপর চাঁদাবাজ আব্দুর রহমানের চক্রের সদস্যরা হামলা চালিয়েছে। এই আব্দুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় তারা একটি বিক্ষোভ মিছিল করে।
ব্যবসায়ীরা জানান, যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমান কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছে ৫ আগস্টের পর থেকে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধনের আয়োজন করলে তাতে লাঠিসোটা নিয়ে হামলা চালায় আব্দুর রহমানের লোকজন। পরে মার্কেটের ব্যবসায়ীরা সবাই নেমে এসে হামলাকারীদের ধাওয়া দেয়।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বলেন, আব্দুর রহমান নামের একজনের বিরুদ্ধে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিল। আগেও তারা এমন মানববন্ধন করেছে। আজকের মানববন্ধনের সময় আশপাশে পুলিশও ছিল। হঠাৎ অতর্কিতভাবে কয়েকজন এসে তাদের ব্যানার কেড়ে নিতে চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে পরবর্তীতে তা ধাওয়া-পাল্টা ধাওয়া রূপ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
একেএস/এফএ