images

জাতীয়

ফ্লাইটে মাদক পাচার: ৯৬৯ ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পিএম

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট ব্যবহার করে ইয়াবা পাচারের সময় নবী হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। 

এপিবিএন সূত্রে জানা যায়, রোববার দুপুরে নভোএয়ারের কক্সবাজার–ঢাকা রুটের একটি ফ্লাইটে মাদক পরিবহনের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং এলাকার কাছে ওই যাত্রীকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষা করা হয়। পরে তার দেহের অভ্যন্তরে ডিম্বাকৃতির কয়েকটি বস্তু শনাক্ত হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে টেপে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ৯৬৯টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পুলিশ জানায়, নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বেচাকেনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দরকে কেন্দ্র করে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে এপিবিএন সর্বদা সতর্ক রয়েছে। যাত্রী ও ফ্লাইট নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এমআইকে/ক.ম