images

জাতীয়

জাতীয় মসজিদে ঈদুল আজহার পাঁচ জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই ২০২২, ১২:৩৪ পিএম

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জুলাই) সকাল ৭টায় শুরু হয়ে প্রতিঘণ্টায় একটা করে ধারাবাহিকভাবে হয়ে বেলা পৌনে ১১টায় শেষ হয়েছে। 

দেশের ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ অংশ গ্রহণ করেন। নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ প্রাঙ্গণ। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এসময় মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।  

এরপর ধাপে ধাপে মসজিদটিতে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টা, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টার দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। মোকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের অপর খাদেম মো. শহিদ উল্লাহ।

সকাল ১০টার চতুর্থ জামাতের ইমাম ছিলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মোকাব্বির ছিলেন মসজিদের খাদেম মো. জহিরুল ইসলাম।

বেলা পৌনে ১১টার শেষ ঈদের জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ এবং জাতীয় মসজিদের খাদেম মো. রুহুল আমিন মোকাব্বিরের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, প্রতিবছরই জাতীয় মসজিদটিতে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের ইমামরা এসব নামাজের জামাত পরিচালনা করেন। 

এমএইচ/এএস