নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
রাজধানীর শাহবাগ মোড়ে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়াশা ও তীব্র শীতল বাতাসের মধ্যেও তারা অবরোধ চালিয়ে যাচ্ছেন।
শাহবাগ মোড়ে শুক্রবার থেকে শুরু হওয়া ব্লকেড আন্দোলন আজও অব্যাহত রয়েছে। শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি করে ইনকিলাব মঞ্চের সদস্যারা পুরো শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন, এতে যান চলাচল কার্যত স্থবির হয়ে গেছে। আন্দোলনকারীরা গান, গজল ও স্লোগান দিয়ে দাবির কথা জানান দিচ্ছেন।
‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘তুমি কে আমি কে- হাদি হাদি’ এই ধরনের স্লোগানের পাশাপাশি তারা বিভিন্ন গণতান্ত্রিক ও মুক্তির গানও গাইছেন। তারা তীব্র শীত ও কুয়াশার মধ্যেও অনড়, দাবি আদায় ছাড়া কোনোভাবেই আন্দোলন ছাড়ার ইঙ্গিত নেই।
>> আরও পড়তে পারেন
‘যারা নির্বাচনের মুখোমুখি হাদি ভাইকে দাঁড় করাতে চায় তারা দেশের শত্রু’
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও, আন্দোলনকারীদের উপস্থিতি দিনে দিনে বাড়ছে। আন্দোলনকারীরা বলছেন, বিচার না হলে আন্দোলন থামবে না এবং আন্দোলনের দাবিকে আরও শক্ত করতেই তারা গান, স্লোগান ও ব্লকেড চালিয়ে যাচ্ছেন।
এই প্রতিবাদ শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, সব বিভাগে একই দাবিতে অবস্থান ও সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ।
এম/এএস