images

জাতীয়

ওসমান হাদির মৃত্যুতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদির আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। 

রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক শোকবার্তায় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মরহুম শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণ আমাদের সকলের জন্য গভীর শোকের বিষয়। রাজনৈতিক সহিংসতা একটি ভয়াবহ অভিশাপ, যা পরিবারের পাশাপাশি পুরো সমাজের ওপর দারুণ ক্ষত সৃষ্টি করে।’

ড. বালাকৃষ্ণান বলেন, ‘হাদি একজন দৃঢ়প্রতিজ্ঞ যুবনেতা ছিলেন, যিনি বাংলাদেশের জনগণের কল্যাণে তাঁর অটল অঙ্গীকারের মাধ্যমে একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।’

শোকবার্তায় ড. বালাকৃষ্ণান বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হাদির মতো নেতাদের অবদান স্মরণ করে বলেন, ‘জাতিকে শান্তির মাধ্যমে ঐক্যবদ্ধ করা এবং দেশের নাগরিকদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার পথে আপনার প্রচেষ্টা প্রশংসনীয়। আপনার সফলতা কামনা করি।’

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টার আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ গ্রহণ করবেন।

এমআইকে/ক.ম