নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
‘যারা বলছেন হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হতে দেব না, তাদের উদ্দেশ্য ভালো না। তারা দেশের শত্রু। হাদি ভাই সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলেন। উনি চেয়েছিলেন নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হোক। তবে বিচার হতে যেন এতো দেরি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।’ —এসব বলেছেন ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের।
রোববার (২৮ ডিসেম্বর) শাহবাগে আয়োজিত সর্বাত্মক ‘ব্লকেড’ কর্মসূচিতে জাবের এসব বলেন। হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
জাবের বলেন, ‘বিচার ও নির্বাচন দুটোই সাংবিধানিক প্রক্রিয়া, একটির অজুহাতে অন্যটি বন্ধ করার সুযোগ নেই।’
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। একইসঙ্গে তারা নির্বাচনমুখী গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
শরিফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিভাগীয় শহরগুলোতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচি পালনে দুপুর আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে রাজশাহী-নাটোর মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল।
এম/ক.ম