জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, একটি সুস্থ ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যম কার্যত সরকারের জন্য একটি পর্যবেক্ষণ চোখের মতো কাজ করে। তাই গণমাধ্যমকে কখনোই ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসার লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় পত্রিকাটির ওপর হামলার ঘটনায় ব্যক্তিগতভাবে এবং সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন ও বাংলাদেশ এখন গণতন্ত্রে ফেরার এক অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
সাখাওয়াত হোসেন বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর দেশ এখন নতুন পথে এগোচ্ছে, এই সময়ে সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।
বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে রাজনৈতিক সরকার আসবে, কিন্তু গণমাধ্যমকে পক্ষ-বিপক্ষের মানদণ্ডে বিচার না করে দেশের অগ্রগতির অংশীদার হিসেবে দেখতে হবে। তিনি সবাইকে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, এই সময়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য ও পরিকল্পনা রয়েছে, যার মধ্যে অস্থিরতা সৃষ্টি এবং আসন্ন নির্বাচনকে ব্যাহত করার চেষ্টাও অন্তর্ভুক্ত। তবে সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে তিনি প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
গত ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভবনের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এত বড় ক্ষতির পরও অল্প সময়ের মধ্যে প্রথম আলোর ছাপা সংস্করণ প্রকাশ এবং অনলাইন কার্যক্রম পুনরায় চালু করাকে তিনি প্রতিষ্ঠানটির সাহসিকতা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
এমআইকে/এএস