images

জাতীয়

প্রবাসীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রবাসী জীবনকে পরিকল্পিত, নিরাপদ ও ফলপ্রসূ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ কর্মশালা। 

আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন শীর্ষক এই বিশেষ কর্মশালা। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে এ কর্মশালা।

প্রবাসী বাংলাদেশিরা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সঠিক পরিকল্পনা, আইনি সচেতনতা ও পারিবারিক ব্যবস্থাপনার ঘাটতির কারণে অনেক সময় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জটিলতার মুখোমুখি হন। এসব বাস্তব সমস্যার সমাধান ও ভবিষ্যৎ প্রস্তুতিতে দিকনির্দেশনা দিতে অর্ধদিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। 

এছাড়া আরো প্রশিক্ষণ দিবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শহিদুল ইসলাম চৌধুরী, মিরপুর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতীব আবদুল হাই সাইফুল্লাহ, উপসচিব আরিফুজ্জমান, ডাক্তার আশরাফুল আলম সুমন, সাইকোলজিস্ট ফাহিম আব্দুল্লাহ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহম্মেদ।

বর্তমানে ছুটিতে দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং যাদের প্রবাসে যাওয়ার ভিসা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে—তারা এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীদের জন্য নাস্তা, দুপুরের খাবার এবং আকর্ষণীয় গিফট প্যাকের ব্যবস্থা রাখা হয়েছে।

আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত গুগল ফরম পূরণ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৮৯৮-৭৭৩৮৮০ নম্বরে।

উল্লেখ্য, প্রবাস ফেরতদের জন্য শিগগরই স্বতন্ত্র কর্মশালা করার পরিকল্পনা রয়েছে বলে আস-সুন্নাহ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।

ক.ম/