images

জাতীয়

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার ৮টি

ঢাকা মেইল ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ এএম

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই তালিকায় দাগী আসামি, চিহ্নিত অপরাধী, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার (২৬ ‍ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দফতর জনকে গ্রেফতারের পাশাপাশি ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এছাড়াও পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ২৯ হাজার ৭৩৪টি মোটরসাইকেল ও ৩২ হাজার ২৮৭টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশির সময় ৪৮২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।


এমএইচআর