জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
ঢাকার গুলিস্তানে ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে’ আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, ‘নয়টি ইউনিটের প্রচেষ্টায় ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
ফায়ার সার্ভিস জানায়, আট তলা ভবনের ছাদে যেখানে আগুন লাগে, সেখানে গুদাম রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
টিএই/ক.ম