জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা চা-স্টলের মুখে ককটেল বিস্ফোরণে সিয়াম নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার কনস্টেবল স্বপন।
নিহতের বাবা আলী আকবর মজুমদার বাদী হয়ে মামলাটি করেছেন।
আরও পড়ুন: মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত
হাতিরঝিল থানার কনস্টেবল স্বপন ঢাকা মেইলকে বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতেই নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় আসামিরা অজ্ঞাত। এখনো কাউকে শনাক্ত বা আটক করা যায়নি। তবে সিসি ফুটেজ ক্যামেরা যাচাই-বাছাই চলছে।’
এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এসময় সিয়াম নামের এক পথচারী নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে সিয়ামের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এমআইকে/এমআই