images

জাতীয়

‘১৭ বছর পর নির্ভয়ে দলীয় পতাকা হাতে নিয়েছি’

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে একনজর দেখার জন্য ঢাকায় এসেছেন পটুয়াখালীর দুমকী উপজেলার কামরুজ্জামান। তার হাতে একটি দলীয় পতাকা। সেটা নিয়ে নর্দ্দা ওভারব্রিজের নিচে ডিভাইডারে দাঁড়িয়ে ছবি তুলছিলেন তিনি। তার সঙ্গে আসা সহযাত্রী মামুন তার ছবি তুলে দিচ্ছিলেন। এ সময় কথা হয় কামরুজ্জামানের সাথে। কামরুজ্জামান বলেন, ‘আজ ১৭ বছর পর নির্ভয়ে দলীয় পতাকা হাতে নিয়েছি। আগেও নিয়েছি তবে এভাবে নয়। এত লোক সমাগম নিয়ে কখনও ঢাকার রাজপথে চলাচল করিনি। আজ দিনটি অন্যরকম লাগছে।’

কামরুজ্জামানের মতো একই কথা জানালেন মামুনও। তাদের ভাষায়, গত ১৭ বছর আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মাঠে নামতে দেয়নি। আজ তারেক রহমানকে দেখতে লাখো মানুষের এই সমাগম প্রমাণ করে বিএনপি একটি জনপ্রিয় দল।

তারা আরো বলেন, তারেক জিয়া যে আপামর জনতার একজন জনপ্রিয় নেতা আজ সেটা আবারও প্রমাণ হতে যাচ্ছে। 

মামুন ও কামরুজ্জামান পটুয়াখালী থেকে লঞ্চে রওনা হয়ে ভোরবেলা সদরঘাটে নেমেছেন। এখান থেকে হেঁটে এসেছেন নর্দ্দা পর্যন্ত। তাদের সঙ্গে এসেছে শতাধিক লোকজন। তারা বাড্ডা লিংক রোড হয়ে আসছেন, এজন্য তিনি তাদের জন্য অপেক্ষা করছেন।

মামুন বলেন, ‘তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরছে। আমরা ১৭ বছর পর দলীয় পতাকা হাতে নিয়ে নির্ভয়ে তার জনসমাবেশে যাচ্ছি। আজ খুব খুশি লাগছে।’

তারা জানান, পটুয়াখালী, বরিশাল এলাকা থেকে শতশত লঞ্চ ঢাকায় এসেছে শুধুমাত্র তারেক জিয়াকে একনজর দেখার জন্য। সদরঘাট থেকে তারা কুড়িল পর্যন্ত হেঁটে যাচ্ছেন এতেও মনে কষ্ট নেই তাদের। তবে কষ্টটা সার্থক হবে যখন তারা তারেক জিয়াকে সচক্ষে দেখবেন। 

এমআইকে/এফএ