জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
অবশেষে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোডজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ঢাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। জনসাধারণের নিরাপত্তায় মাঠে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা কুড়িল বিশ্বরোড এলাকায় জড়ো হতে থাকেন। এতে গাড়ি, রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের চাপ বেড়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুড়িল বিশ্বরোড ও আশপাশের এলাকায় কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। সড়কের মূল পয়েন্ট থেকে হকারদের ভ্যান, রিকশা, মোটরসাইকেল এবং পার্কিং করা ব্যক্তিগত গাড়ি সরিয়ে দেওয়া হয়।
এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাস, ট্রাক ও মাইক্রোবাসও মূল সড়ক থেকে সরিয়ে দেন সেনাসদস্যরা। এতে ধীরে ধীরে যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে এবং বিএনপির নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে মূল সংবর্ধনা মঞ্চের দিকে যেতে পারছেন।
সেনাবাহিনীর সদস্যরা কোনো ধরনের যানবাহন মূল সড়কে প্রবেশ করতে দিচ্ছেন না। একই সঙ্গে খণ্ড খণ্ড মিছিল যেন নির্বিঘ্নে সমাবেশস্থলে পৌঁছাতে পারে, সে বিষয়েও তারা সহযোগিতা করছেন বলে জানান উপস্থিত নেতাকর্মীরা।
সেনাবাহিনীর তৎপরতায় কুড়িল বিশ্বরোড এলাকায় শৃঙ্খলা ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তিনি। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
টিএই/এএস