images

জাতীয়

‘লিংকরোড টু কুড়িল সড়ক বন্ধ একটু হাঁটলে কি এমন কষ্ট হবে!’

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম

বিএনপির কর্মসূচিতে শরীয়তপুর থেকে এসেছেন জামিল রহমান। তাদের বহনকারী গাড়িটি বাড্ডা লিংক রোডে এসে থেমে গেছে। অগত্যা সেখান থেকে হেঁটে আসছেন তিনি। গন্তব্য পূর্বাচল। তিনি বলছিলেন, ‘নেতাকে ১৭ বছর পর দেখব। একটু হাঁটলে কি এমন কষ্ট হবে!’

শুধু জামিল রহমান নয়, শত শত মানুষ বাড্ডা লিংক রোড থেকে কুড়িল পর্যন্ত হেঁটে আসছেন। তবে কারো মাঝে নেই কোনো ক্লান্তি। সবার মাথায় ও কপালে জাতীয়তাবাদী দল বিএনপি লেখা ফিতা ও  হাতে দলীয় পতাকা।

১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। ঢাকার পূর্বাচল এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হবে। সেই জনসমাবেশে যোগ দিতে শত শত মানুষ যাচ্ছেন। সমাবেশে যোগ দিতে আশা অধিকাংশ লোকজন ঢাকার বাইরে থেকে এসেছেন।

খোঁজ নিয়ে জানা গেল, বাড্ডা লিংক রোড থেকে কুড়িল আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যানবাহন থেকে লোকজন হেঁটে আসছে কুড়িলের পথে।

B1

কথা হলো মাদারীপুর থেকে আসা রমজান আলী সঙ্গে। তিনি জানান, তারা সকাল ৮টায় নতুনবাজারে এসেছেন। সেখানে গাড়ি পার্কিং করতে পারেননি। তাদের বহনকারী গাড়ি রাখা হয়েছে নর্দ্দা এলাকায়।

তিনি বলেন, মাদারীপুরের প্রতিটি উপজেলা থেকে লোকজন এসেছে। তা প্রায় কয়েক হাজার হবে।

এই পরিস্থিতেতে বিপাকে পড়েছেন এই অঞ্চলে যারা জরুরি কাজে বের হয়েছেন। এরপরও অনেকের মাঝে কোনো ধরনের বিরক্তি লক্ষ করা যায়নি।

নতুন বাজার, নর্দ্দা এবং কুড়িল এলাকায় এই মুহূর্তে শতশত মানুষ দুই রাস্তা দিয়ে চলাচল করছে। ঢাকার বাইরে থেকে আসা সকল যানবাহন রাখা হয়েছে রাস্তার দুই ধারে।

এমআইকে/এফএ