images

জাতীয়

নড়াইলের আ.লীগ নেতা মোল্লা ফখরুল ইসলাম ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

নড়াইল জেলা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির ঘনিষ্ঠ সহযোগী মোল্লা ফখরুল ইসলামকে (৫০) আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দীপাড়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর)  গভীর রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
 
ডিবি সূত্র জানায়, মোল্লা ফখরুল ইসলামের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। তার বিরুদ্ধে নড়াইল ও ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে।
 
মোল্লা ফখরুল ইসলাম নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রামের মৃত আতিয়ার রসুলের ছেলে। তিনি নড়াগাতী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আটকের খবরে নড়াইলের ভুক্তভোগী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 
সূত্র জানায়, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির ঘনিষ্ঠ বন্ধু ও একান্ত সহচর হিসেবে এলাকায় পরিচিত ছিলেন ফখরুল। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তির নাম ভাঙিয়ে তিনি নড়াইল ও রাজধানীর বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, জমি দখল, বালুমহাল নিয়ন্ত্রণ এবং উন্নয়ন প্রকল্পের কমিশন বাণিজ্যে তার সক্রিয় ভূমিকা ছিল।
 
গত ২৮ সেপ্টেম্বর সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেফতার হওয়ার পর মোল্লা ফখরুল তাকে দেখতে গুলশান থানায় যান। অভিযোগ রয়েছে, মুক্তি কারাগারে থাকাকালীন সময়েও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিলেন ফখরুল। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি বিভিন্ন স্থানে অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশ জানায়, খিলগাঁও থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি নং–২১৫৪, তারিখ–২৩/১০/২০২৫) এবং সাম্প্রতিক সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মোল্লা ফখরুল ইসলামের বিরুদ্ধে ৫ আগস্টের হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

ক.ম/