জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জাকির হোসেন শান্ত (২৯), স্বপন মন্ডল (৩০) ও নিয়াজ মাহমুদ ফারহান (২১)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
সিটিটিসি সূত্র জানায়, মঙ্গলবার রমনার বেইলি রোড এলাকা থেকে জাকির হোসেন শান্তকে ও বুধবার রাতে গাজীপুর জেলার টঙ্গীর আব্দুল্লাহপুর মোড় এলাকা থেকে স্বপন মন্ডলকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাত সোয়া একটার দিকে ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেফতার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি টিম। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডিবি সূত্র আরও জানায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এমআইকে/এএইচ