নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় শহীদী শপথ পড়াবে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল তিনটায় শাহবাগে (শহীদ ওসমান হাদি চত্বর) এ শপথ অনুষ্ঠিত হবে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদির খুনীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিতকরণ এবং কাঙিক্ষত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শহীদী শপথ করা হবে।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনীম জুমা বলেন, ‘৯০ কার্যদিবসের ভুগিচগি বুঝাইয়েন না। নির্ধারিত সময়ে নির্বাচন হবে, এই নির্বাচনের আগেই ৩০ কার্যদিবস এর মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।’
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল, এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।
পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাদির লাশ দেশে আনা হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো ছাত্রজনতা জানাজার নামাজে উপস্থিত হন।
জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়।
এসএইচ/এএইচ