images

জাতীয়

হাদির রুহের মাগফিরাত কামনায় ঢাবির কেন্দ্রীয় মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

সন্ত্রাসীর গুলিতে শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২১ডিসেম্বর) মাগরিব নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লীদের নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। 

এসময় তিনি বলেন, শরীফ ওসমান হাদি বর্তমানে এক ইতিহাস। সারা বাংলাদেশের ঘরে ঘরে এখন হাদি তৈরি হয়ে গেছে। এই বাস্তবতা হাদি আমাদের শিখিয়ে গেছেন।

রেজাউল করিম আরও বলেন, আমাদের ভয় দেখিয়ে আর কোনো লাভ হবে না। যতদিন বেঁচে থাকব, ন্যায়ের পক্ষে বেঁচে থাকব-এই শিক্ষাই হাদি আমাদের দিয়ে গেছেন। শৃগালের মতো পাঁচশ বছর বেঁচে থাকার কোনো মূল্য নেই, সিংহের মতো এক ঘণ্টা বাঁচাই যথেষ্ট- এই সাহসিকতার দৃষ্টান্ত হাদি রেখে গেছেন।

দোয়া মাহফিল শেষে মুফতি রেজাউল করিম মহান রবের কাছে মরহুম হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন।

এসএইচ/এএইচ