জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
রাজধানী ঢাকার পল্টনের ফুটপাত থেকে নির্মল (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নির্মল ভবঘুরে প্রকৃতির ছিলেন জানিয়েছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নির্মল পুরানা পল্টনের বায়তুল মোকাররম মসজিদের পূর্ব পাশের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে পথচারীরা তাকে উদ্ধারের জন্য পুলিশে কল দেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।
পল্টন থানার এসআই জাহিদুর রহমান জানান, নিহত নির্মল ঢাকা জেলার নবাবগঞ্জের নেয়াত্তা এলাকার হিরালালের ছেলে। গত ৩-৪ দিন ধরে তিনি বায়তুল মোকাররম মসজিদের আশপাশেই ঘোরাফেরা করতেন। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এমআইকে/এএস