images

জাতীয়

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের দুই দাবি

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দুই দফা জোরালো দাবি উত্থাপন করেছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক পোস্টে এ দাবির কথা জানায়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে খুনের সঙ্গে জড়িত পুরো চক্রকে বিচারের আওতায় আনতে হবে এবং এ বিষয়ে সরকারের দায়িত্বশীলদের জাতির সামনে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ইনকিলাব মঞ্চ জানায়, খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহযোগী, পলায়নে সহায়তাকারী ও আশ্রয়দাতা—পুরো চক্রকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।

সংগঠনটির অভিযোগ, ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিচার কার্যক্রম এগিয়ে নিতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্স-কে জাতির সামনে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। হাদি হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর ভেতরের ষড়যন্ত্রকারীদের সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা খতিয়ে দেখার দাবিও জানানো হয়।

ইনকিলাব মঞ্চ হুঁশিয়ারি দিয়ে জানায়, উত্থাপিত প্রশ্নগুলোর যথাযথ ব্যাখ্যা দিতে সরকার ব্যর্থ হলে, সেই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কেই পদত্যাগ করতে হবে।

সংগঠনটি বলছে, হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে তা দেশের ন্যায়বিচার ও গণতান্ত্রিক কাঠামোর জন্য ভয়াবহ দৃষ্টান্ত হয়ে থাকবে।

এমআর/এএস