নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
ধর্ম অবমাননার অভিযোগ তুলে কোনো মানুষকে পিটিয়ে হত্যা করাকে অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এভাবে আইন হাতে তুলে নেওয়াকে রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখছেন তিনি।
রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী এক পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমি ধর্ম উপদেষ্টা হিসেবে এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং এটা অত্যন্ত নিন্দনীয়, গর্হিত কাজ। আমরা কোনোক্রমে আইন হাতে নিতে দেব না। আইন হাতে নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড়ো বাধা।’
উপদেষ্টা জানান, ‘আমি আজ সকালেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা মেসেজ পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কপি দিয়েছি যে, আমরা মব জাস্টিস অ্যালাউ করব ন। যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে, তাদেরকে অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছি।’
এদিকে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, তাদের কিছু ছবি-পরিচয় শনাক্ত হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি, তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমরা এরইমধ্যে শনাক্ত করেছি। তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা করেছি।’
মব জাস্টিস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা বিষয়ক এক প্রশ্নের জবাবে খালিদ হোসেন বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। কথা হচ্ছে, সব স্থাপনায় আগেভাগে পুলিশ নিয়ন্ত্রণ করা, এটা তো একটা কঠিন কাজ। কখন কোন দিকে হামলা হয়, এটা অনেক সময় আমরা জানতে পারি না। এজন্য আমরা সবসময় এটাকে নিরুৎসাহিত করি।’
ছায়ানটে হামলার বিষয়ে করা এক প্রশ্নে তিনি বলেন, না, ‘আমরা যেহেতু সরকারে আছি, প্রতিটি প্রতিষ্ঠান চলমান, সরকার অনুমোদিত এরকম কোনো প্রতিষ্ঠানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেবে অথবা মানুষ পুড়ে হত্যা করবে, এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায়, গর্হিত কাজ বলে বিবেচনা করি এবং এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বদ্ধপরিকর।’
প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ সারাদেশের বিভিন্ন স্থানে একই রাতে হামলা। এখানে কি গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘এটা গোয়েন্দা ব্যর্থতা কি না, সরাসরি এভাবে আমার বলাটা উচিত নয়।’
তিনি বলেন, ‘একসঙ্গে কোনো প্রতিষ্ঠানে হামলা হবে, এটা আগেভাগে তো জানা মুশকিল। যেমন কালকে আমার কাছে একটা রিপোর্ট এলো গোয়েন্দা থেকে, কাজী নজরুল ইসলামের মাজারের পাশে যখন হাদিকে দাফন করা হবে, পাশে চারুকলা ইনস্টিটিউট আছে। আমরা মুহূর্তের মধ্যে গোয়েন্দাদেরকে জানিয়ে দিয়েছি এবং পদক্ষেপ গ্রহণ করার কারণে ওখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।’
আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। কিছু ঘটনা যে ঘটছে না, এমন নয়। তবে আমরা আশাবাদী, নির্বাচন যথাসময়ে হবে, সুষ্ঠু অবাধ ইনক্লুসিভ এবং স্বতঃস্ফূর্ততার মাধ্যমে আমরা নির্বাচন করতে পারব। এই পরিবেশ এখনো বহাল আছে।’
এএইচ