images

জাতীয়

হাদির হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রেস ক্লাবে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

‌‘শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসি চাই’ ব্যানারে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ঢাকা মহানগর শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। হাতে ব্যানার–ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা একটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার অতিদ্রুত নিশ্চিত করতে হবে। এ ছাড়াও সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার করতে হবে। যারা গণমাধ্যমে হামলার সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

তারা অবিলম্বে তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ সময় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

এম/এফএ