নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দৈনিক চৌকস পত্রিকার পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পেশাজীবী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হুমকি, নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। অবিলম্বে সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচিতে নির্যাতনের শিকার কয়েকজন সাংবাদিকের ছবি সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।
এম/এফএ