নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি মাদরাসার বাথরুম থেকে মোদাচ্ছির নামে নয় বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসাতুল ইতক্বান লি উলূমিল কোরআন মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, মোদাচ্ছিরকে হত্যা করা ঝুলিয়ে রাখা হয়েছে। তার গলায় আঁচড়ের দাগ রয়েছে।
তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, শিশুটি বিকালে একা বাথরুমে যায়। দীর্ঘসময় পরও বাথরুম থেকে বের না হওয়ায় দরজা ভেঙে তারা শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। শিশুটি বাথরুমের একটি হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী-পুলিশ কমিশনার (এসি) মো. শামীম হোসেন। তিনি বলেন, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মাদরাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু আহমেদ বলেন, পুলিশ যাওয়ার আগেই মাদরাসা কর্তৃপক্ষ লাশটি নামিয়ে ফেলে। শিশুটির পরিবার এটিকে হত্যা বলে দাবি করছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।
একেএস/এমআর