images

জাতীয়

কামরাঙ্গীর চরে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম

‎রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় সিনিয়র-জুনিয়র কথা কাটাকাটির জেরে রুমান নামে এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। ‎শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর কামরাঙ্গীরচরের রসুলপুর ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। 
 
আহত রুমন স্থানীয় সান লাইট কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম সাগর (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
‎  
‎শনিবার (২০ ডিসেম্বর) রাতে কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

‎ওসি বলেন, ঘটনাটি পূর্ব রসুলপুরের ৭ নম্বর গলিতে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ৭টার দিকে ঘটে। হামলার শিকার রুমান তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। এই সময়ে সাগর এসে রুমানকে উদ্দেশ করে সিনিয়র মেনে সালাম না দেওয়ায় গালাগালি করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাগর উত্তেজিত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে রুমানের পেটে একাধিকবার, ডান হাতের বাহুতে, বাম কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এ ঘটনায় আমরা একজনকে গ্রেফতার করেছি।

‎পরিবারের বরাত দিয়ে ওসি জানান, রুমান দুই হাত দিয়ে পেট চেপে ধরলে সাগর পিঠে ছুরি ঢুকিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে কামরাঙ্গীরচর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢামেকে অস্ত্রোপচার করে তার পিঠ থেকে ছুরি বের করা হয়। তবে শনিবার রাতে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে তাকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

‎একেএস/ক.ম