images

জাতীয়

উত্তরায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ইসলাম মিয়া (২৭), নওরিন আক্তার ওরফে বৃষ্টি, মিজান (৩৮), রায়হান (২৩), রবিন (২৩), ওমর ফারুক (৩৪), মোবারক হোসেন (২৮), আরিফ (৩৫),  রাকিবুল হাসান (১৯), সোহাগ (২২) ও সাদ্দাম (২৮)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার উত্তরা পশ্চিম থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআইকে/এআর