নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় দিতে রাজধানীর শাহবাগে নেমেছে জনতার ঢল। মিছিলে মিছিলে শাহবাগে জড়ো হয়েছেন ছাত্র-জনতা।
শনিবার (২০ ডিসেম্বর) জানাজা সম্পন্ন করার পর শেষবারের মতো হাদিকে বিদায় জানাতে শাহবাগে বিপুল সংখ্যক জনতা উপস্থিত হয়।
সরেজমিনে দেখা যায়, দাফন কার্যে মিছিলে মিছিলে অংশ নিয়েছেন মুসল্লিরা। বিচারের দাবি নিয়ে নানা রকম স্লোগান দেন তারা।
অন্যদিকে শাহবাগের দুই পাশে পুলিশ অবস্থান করছে, যাতে ওসমান হাদির মরদেহের আসার আগে বা পরে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে। এদিকে বেলা শুরু হতে না হতেই শাহবাগে জড়ো হন ওসমান হাদির ভক্ত অনুরাগীরা। এ সময় একজন পুলিশ সদস্য বলেন, শরীফ ওসমান হাদি দাফনকে ঘিরে কেউ যাতে অন্যায় সুযোগ নিতে না পরে সেজন্য আমরা প্রস্তুত। আমরা চাই আইন-শৃংখলা পরিস্থিতি যাতে বজায় থাকে।
গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। একপর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর আরও উন্নত চিকিৎসার সিঙ্গাপুরের জেনারেল হাসাপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি।
এমএইচএইচ/ক.ম