নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে শেষ বিদায় দিতে জানাজায় দলে দলে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে আসছেন। সকাল থেকে জানাজায় যোগ দিতে আসা মুসল্লিদের কঠোর তল্লাশি করে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ করতে দিচ্ছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে কঠোর তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে।
এদিকে, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশের সব কয়টি পথে তল্লাশি বসানো হয়েছে। নামাজে জানাজায় অংশ নিতে আসা মুসল্লিরা শুধুমাত্র পতাকা ও মোবাইল নিয়ে প্রবেশ করতে পারছেন।
ওসমান হাদিকে শেষ বিদায় দিতে নারী, পুরুষ ও শিশুরা পতাকা হাতে নিয়ে দলে দলে মিছিল নিয়ে আসতে দেখা গেছে।
জানাজাকে ঘিরে সংসদ ভবন এলাকার চারপাশে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
একেএস/এফএ