images

জাতীয়

লোকারণ্য মানিক মিয়া অ্যাভিনিউ, হাদির বড় ভাইয়ের ইমামতিতে হবে জানাজা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম

রাজধানীর বিজয়নগরে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা ঘিরো লোকারণ্য মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জানাজা হওয়ার কথা থাকলেও তার অনেক আগে সেখানে উপস্থিত হয়েছেন বহু মানুষ। জানাজার নামাজে ইমামতি করবেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওসমান হাদির চিকিৎসা বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘হাদির ভাই আবু বকর সিদ্দিক বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ এবং ঐতিহ্যবাহী গুঠিয়া জামে মসজিদের খতিব। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে।’

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসছেন মানুষ। তারা একের পর এক মিছিল নিয়ে জড়ো হচ্ছেন।

বিভিন্ন এলাকা থেকে আসা এসব মিছিলে শিক্ষার্থী, তরুণ ও তার সহযোদ্ধারাও রয়েছেন। সবার অংশগ্রহণে পুরো এলাকা শোকের অন্যরকম এক আবহের সৃষ্টি করেছে।

সরেজমিনে দেখা যায়, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দিচ্ছেন উপস্থিত জনতা।

hadi-2
জানাজায় ইমামতি করবেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশপথগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় সেনাসদস্যরা টহল দিচ্ছে। পাশাপাশি বিপুল পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জনসমাগম ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।

এদিকে ওসমান হাদিকে শেষ বিদায় দিতে খোড়া হচ্ছে কবর। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল সমাধি চত্বরে কবর খোড়ার কাজ শুরু হয়। হাদির শেষশয্যার স্থানটি দেখতে সকাল থেকেই সেখানে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বেদনার্ত মানুষের অনেকের চোখের ছিল অশ্রু।

হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদির মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয়।

সেখান থেকে আজ ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেলে। ময়নাতদন্ত শেষে মরদেহ নেওয়া হয়েছে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে জানাজার পর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর নজরুল ইসলামের পাশে দাফন করা হবে ওসমান হাদিকে।

টিএই/এমআর