images

জাতীয়

জানাজায় অংশ নিতে সকাল থেকেই জনস্রোত

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীতে জনস্রোত নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোরের পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে মানুষ দলে দলে জানাজাস্থলের দিকে আসতে শুরু করেন।

মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। শিক্ষার্থী, তরুণ, জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ দেখা গেছে। অনেকের হাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। কেউ কেউ শহিদ ওসমান হাদির ছবি বহন করে জানাজাস্থলে উপস্থিত হয়েছেন।

জানাজায় অংশ নিতে আসা মানুষের মুখে ছিল গভীর শোক ও আবেগের ছাপ। উপস্থিত অনেকে জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে সাহসী ভূমিকা রাখা এই তরুণ নেতাকে শেষ বিদায় জানাতে তারা সকালে ঘর ছেড়েছেন। কেউ কেউ আগের রাত থেকেই রাজধানীতে অবস্থান করছেন বলেও জানান।

Mourn2

এদিকে জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। জনসমাগম ও যান চলাচল নিয়ন্ত্রণে আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর ওসমান হাদির মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হবে। সেখানে রাষ্ট্রীয় ও সাংগঠনিকভাবে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে শাহবাগ হয়ে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে এবং কেন্দ্রীয় মসজিদের পাশে তার দাফন সম্পন্ন করা হবে। জানাজাকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এক শোকাবহ ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে জানাজায় অংশ নিতে মানুষের উপস্থিতি আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

এএইচ/এফএ